সাধারণ চিকিৎসা অনুদানের তথ্যসমূহ

সেবার নাম: সাধারণ চিকিৎসা অনুদান

 

সেবাপ্রার্থীর ক্যাটাগরি :

সরকারি ও তালিকাভূক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ টা: ৬০,০০০/- প্রদান করা হয়। [১৯ আগস্ট২০২৫ এর পূর্বের চিকিৎসার জন্য সবোর্চ্চ  ৪০ হাজার টাকা এবং ১৯ আগস্ট২০২৫ তারিখ হতে পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সবোর্চ্চ ৬০ হাজার টাকা প্রদান করা হয়]। 

 

কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত  অনুদান প্রাপ্য হবেন। ২টি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়

 

উল্লেখ্যজনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ১৯/০৮/২০২৫ তারিখ থেকে অনুদান ৪০ হাজার এর স্থলে ৬০ হাজার টাকা পুন:নির্ধারণ করা হয়।

 

সেবার মৌলিক তথ্যাবলী :

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা

২টি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত  অনুমোদন প্রদান করা হয়। কমিটি ২টি নিম্নরূপ:

১. বাছাই কমিটির সভার সুপারিশ

২. উপ-কমিটির সভায়  অনুমোদন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ঢাকাসহ ৮টি বিভাগীয় কার্যালয়।

২২ কার্যদিবস

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

 

 

 

১.  অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহের হার্ড কপি পাওয়ার পর ডায়েরিভুক্ত করা, SMS এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়েরী নম্বর, তারিখ ও আবেদনে কোন ত্রুটি থাকলে তা জানিয়ে দেয়া এবং সফটওয়্যার হতে তালিকা মুদ্রন করা হয়;;

২.   প্রত্যেক মাসে প্রাপ্ত আবেদনসমূহ পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে বাছাই কমিটির সভায় পরীক্ষা নিরীক্ষান্তে অর্থ মঞ্জুরির সুপারিশ প্রদান এবং ১৫ তারিখের মধ্যে উপকমিটির সভায় চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়;

৩.  আবেদনকারীর নামে মঞ্জুরিকৃত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে EFT এর মাধ্যমে সরাসরি প্রেরণ করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয়া হয়;

৪.  এ সংক্রান্ত সকল তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bkkb.gov.bd) থেকে জানা যায়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

 

 

 

১.  সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা অনুদান হিসেবে সবোর্চ্চ ৬০,০০০/- টাকা প্রদান করা হয়। ১৯ আগস্ট, ২০২৫ এর পূর্বের চিকিৎসার জন্য সবোর্চ্চ  ৪০ হাজার টাকা এবং ১৯ আগস্ট, ২০২৫ তারিখ হতে পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সবোর্চ্চ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

২. কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন;

৩.   অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েব সাইট www.bkkb.gov.bd এর অভ্যন্তরীণ ই-সেবাসমূহ থেকে “সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন সেবা” লিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের এড্রেস বারে www.eservice.bkkb.gov.bd/general/লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করে  ফরমটি ডাউনলোডপূর্বক প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রতিস্বাক্ষরপূর্বক সংযুক্ত করে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ১ম ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা বরাবরে একটি ফরওয়ার্ডিং চিঠির মাধ্যমে প্রেরণ করতে হয়;

৪.   ফরমের নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান;

৫.   চিকিৎসার ২(দুই) বছরের মধ্যে অনুদানের জন্য আবেদন করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

(ক) ডাক্তারী ব্যবস্থাপত্রের সত্যায়িত কপি (অফিস প্রধান/ সংশ্লিষ্ট অফিসেরদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক);

(খ) ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার;

(গ) ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালের মূল ছাড়পত্র;

(ঘ) ভাই/বোন বা পিতা/মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র;

(ঙ) খরচের হিসাববিবরণী(কর্মচারীর স্বাক্ষর সহ);

(চ) জাতীয় বেতনস্কেল, ২০১৫-এ বেতননির্ধারণ ফরমের ভেরিফিকেশন নম্বরের জন্য বেতননির্ধারণ ফরমের ফটোকপি।

প্রয়োজনীয় ফি

এজন্য কোন ফি প্রয়োজন হয় না।

সংশ্লিষ্ট আইন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী।

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রধান কার্যালয়ে - পরিচালক(প্রশাসন)/মহাপরিচালক

বিভাগীয় কার্যালয়ে - উপপরিচালক/পরিচালক

   

 

অনলাইনে আবেদন করার নিয়মাবলী

রেজিস্ট্রেশন প্রক্রিয়া (কর্মরত - রাজস্বখাতের কর্মচারীগণের জন্য):

  1. সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েবসাইট www.bkkb.gov.bd এর ভ্যন্তরীণ -সেবাসমূহ থেকেসাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন সেবালিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারে এড্রেস বারে https://eservice.bkkb.gov.bd/general/ টাইপ করে Enter বাটন ক্লিক করতে হবে;
  2. হোম পেইজ থেকে "রেজিস্ট্রেশন" বাটনে ক্লিক করে কর্মচারীর ধরন এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন বাছাই  করতে হবে কর্মচারীর ধরনকর্মরতএবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন 'রাজস্বখাতভুক্ত' বাছাই করলে পে-ফিক্সেশন নম্বর জাতীয় পরিচয় পত্র নম্বর প্রদান করতে হবে;
  3. রেজিস্ট্রেশনের ২য় ধাপে কর্মচারীর কর্মরত বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করে কর্মচারীর প্রয়োজনীয় তথ্যাদি পাসওয়ার্ড প্রদানপূর্বকরেজিস্ট্রেশন করুনবাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে;
  4. কর্মচারী/আবেদনকারীর মোবাইল নম্বরে ডিজিটের একটি ভেরিফিকেশন কোড (OTP) যাবে “অভিনন্দন, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আপনার মোবাইল নম্বরে পাঠনো OTP (One Time Password) ১৫ মিনিটের মধ্যে সাবমিট করে একাউন্টটি সক্রিয় করুন।”  কোড নম্বরটি দিয়েসাবমিটবাটনে ক্লিক করলে, ‘অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছেএই শিরোনামের একটি ক্ষুদেবার্তা প্রদর্শন করবে;
  5.  ইতোপূর্বে যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাঁদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই;

রেজিস্ট্রেশন প্রক্রিয়া (অক্ষম/অবসরপ্রাপ্ত/মৃত - রাজস্বখাতের কর্মচারীগণের জন্য):

  1. সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েবসাইট www.bkkb.gov.bd এর ভ্যন্তরীণ -সেবাসমূহ থেকেসাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন সেবালিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারে এড্রেস বারে https://eservice.bkkb.gov.bd/general/ টাইপ করে Enter বাটন ক্লিক করতে হবে;
  2. হোম পেইজ থেকে "রেজিস্ট্রেশন" বাটনে ক্লিক করে কর্মচারীর ধরনঅক্ষম/অবসরপ্রাপ্ত/মৃত, কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন 'রাজস্বখাতভুক্ত' এবং কর্মচারীর অবস্থা নির্বাচন করে পে-ফিক্সেশন নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর প্রদান করতে হবে;
  3. কর্মচারী ২০১৫ সালের পূর্বে অক্ষম/অবসরপ্রাপ্ত/মৃত্যুবরণ করলে পে-ফিক্সেশন নম্বর প্রদান করতে হবে না। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে;
  4. রেজিস্ট্রেশনের ২য় ধাপে কর্মচারীর কর্মরত বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করে কর্মচারীর প্রয়োজনীয় তথ্যাদি পাসওয়ার্ড প্রদানপূর্বকরেজিস্ট্রেশন করুনবাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে;
  5. কর্মচারী/আবেদনকারীর মোবাইল নম্বরে ডিজিটের একটি ভেরিফিকেশন কোড (OTP) যাবে “অভিনন্দন, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আপনার মোবাইল নম্বরে পাঠনো OTP (One Time Password) ১৫ মিনিটের মধ্যে সাবমিট করে একাউন্টটি সক্রিয় করুন।”  কোড নম্বরটি দিয়েসাবমিটবাটনে ক্লিক করলে, ‘অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছেএই শিরোনামের একটি ক্ষুদেবার্তা প্রদর্শন করবে;
  6. হোম পেইজ থেকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আবেদনকারীর ছবি প্রোফাইল তথ্য আপডেট করতে হবে;
  7. অবসরপ্রাপ্ত ও অক্ষম কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অফিস আদেশ, মৃত কর্মচারীর ক্ষেত্রে মৃত্যুর সনদ এবং আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত স্ক্যান কপি আপলোড করে দাখিল করতে হবে; 
  8. দাখিল করার পর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক অনুমোদিত হলে ‘আপনার রেজিস্ট্রেশনটি অনুমোদিত হয়েছে’ এই শিরোনামের একটি ক্ষুদেবার্তা প্রদর্শন করবে;
  9. ইতোপূর্বে যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাঁদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই;

রেজিস্ট্রেশন প্রক্রিয়া - স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের

(পে-ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর নেই) কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে

  1. সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েবসাইট www.bkkb.gov.bd এর ভ্যন্তরীণ -সেবাসমূহ থেকেসাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন সেবালিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারে এড্রেস বারে https://eservice.bkkb.gov.bd/general/ টাইপ করে Enter বাটন ক্লিক করতে হবে;
  2. কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন 'বোর্ড তালিকাভুক্ত সংস্থা' হলে  জাতীয় পরিচয় পত্র নম্বর প্রদান করতে হবে এবং তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে হবে;
  3. রেজিস্ট্রেশনের ২য় ধাপে কর্মচারীর কর্মরত বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করে কর্মচারীর প্রয়োজনীয় তথ্যাদি পাসওয়ার্ড প্রদানপূর্বকরেজিস্ট্রেশন করুনবাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে;
  4. কর্মচারী/আবেদনকারীর মোবাইল নম্বরে ডিজিটের একটি ভেরিফিকেশন কোড (OTP)  যাবে “অভিনন্দন, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আপনার মোবাইল নম্বরে পাঠনো OTP (One Time Password) ১৫ মিনিটের মধ্যে সাবমিট করে একাউন্টটি সক্রিয় করুন।” কোড নম্বরটি দিয়েসাবমিটবাটনে ক্লিক করলে, ‘অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছেএই শিরোনামের একটি ক্ষুদেবার্তা প্রদর্শন করবে;
  5. হোম পেইজ থেকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আবেদনকারীর ছবি প্রোফাইল তথ্য আপডেট করতে হবে;
  6. তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করে কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরিত স্ক্যান কপি, অবসরপ্রাপ্ত ও অক্ষম কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অফিস আদেশ, মৃত কর্মচারীর ক্ষেত্রে মৃত্যুর সনদ এবং কর্মচারী/আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত স্ক্যান কপি আপলোড করে দাখিল করতে হবে;
  7. দাখিল করার পর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক অনুমোদিত হলে ‘আপনার রেজিস্ট্রেশনটি অনুমোদিত হয়েছে’ এই শিরোনামের একটি ক্ষুদেবার্তা প্রদর্শন করবে;
  8. ইতোপূর্বে যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই;

অনলাইনে আবেদন দাখিল প্রক্রিয়া:

  1. রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর - হোম পেজ থেকে “আবেদন করুন” বাটনে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফরম যথাযথভাবে পূরণ ও “সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করে আবেদন সংরক্ষণ করতে হবে
  2. 'বিস্তারিত" বাটনে ক্লিক করে আবেদনের তথ্যাদি দেখা যাবে, "আবেদন সংশোধন' বাটনে ক্লিক করে আবেদনের তথ্যাদি সংশোধন করা যাবে এবংদাখিল করুবাটনে ক্লিক করে আবেদন দাখিল করতে হবে;
  3. আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তাঁর ড্যাশবোর্ডেআপনার আবেদনটি সফলভাবে প্রেরিত হয়েছে এই শিরোনামে একটি ক্ষুদেবার্তা প্রদর্শন করবে এবং আবেদনকারীর মোবাইল ফোনে আবেদন গ্রহণের বিষয়টি জানিয়ে তারিখ সম্বলিত একটি ক্ষুদেবার্তা প্রেরণ করা হবে;
  4. আবেদন ফরম দাখিল করার পর QR Code আবেদনকারীর ছবি সম্বলিত (দুই) পৃষ্ঠার আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে;
  5. আবেদন ফরম প্রিন্ট করার পর আবেদনকারীর স্বাক্ষর, অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর, সীল, স্মারক নং ও তারিখ দিয়ে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রতিস্বাক্ষরপূর্বক সংযুক্ত করে অগ্রায়নপত্রের মাধ্যামে আবেদনের হার্ডকপি প্রধান কার্যালয়ের ক্ষেত্রে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এবং বিভাগীয় কার্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের পরিচালক বরাবরে প্রেরণ করতে হবে;
  6. স্বয়ংসম্পূর্ণ আবেদনের হার্ড কপি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে গৃহীত হলে আবেদনকারীর মোবাইল ফোনে ডায়েরি নম্বর তারিখ সম্বলিত একটি ক্ষুদেবার্তা প্রেরণ করা হবে এবং আবেদনকারী তাঁর একাউন্টে লগইন করে আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন;
  7. অসম্পূর্ণ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে তাঁর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে অবহিত করা হবে;
  8. অনুমোদিত আবেদনের তথ্য আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তা মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং অনুমোদিত অর্থ ইএফটি’র মাধ্যমে আবেদনকারীর উল্লেখিত ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে;